SlideShare ist ein Scribd-Unternehmen logo
1 von 16
DiOD সোসাল মিডিয়া মাহে আলম খান
সোসাল মিডিয়া কি ? বিভিন্ন টুল  ( ক্যামেরা ,  মোবাইল ,  পিসি )   ব্যবহার করে ,  বিভিন্ন সাইটে   ( ফেসবুক ,  টুইটার )   বিভিন্ন কনটেন্ট  ( ছবি ,  ভিডিও ,  শব্দ ,  টেক্সট ) শেয়ার করা। DiOD
DiOD
DiOD
DiOD আপনি অনলাইনে থাকা মানেই ,  আপনি কোন না কোন সোসাল মিডিয়া ব্যবহার করছেন।
DiOD ৭৩ % ইন্টারনেট ব্যবহারকারী ব্লগ পড়েন।
DiOD ৫৭ % ব্যবহারকারী ফেসবুক ব্যবহার করেন।
DiOD ৫৫ % ব্যবহারকারী ফ্লিকারে ছবি আপলোড করেন।
DiOD ২২ % ব্যবহারকারী ইউটিউবে ভিডিও আপলোড করেন।
DiOD পূর্বের চারটি স্লাইডে দেখানো সংখ্যাগুলো Universal   McCain Comparative Study  এর সোসাল মিডিয়া এর উপর পরিচালিত মার্চ ২০০৮ এর পরিসংখ্যান।
DiOD সোসাল মিডিয়া ব্যবহারের ৫টি গুরুত্বপূর্ণ বিষয়।
১।   শুনুন   :   সোসাল মিডিয়া শুধুই আপনাকে ঘিরে নয়। পরস্পরের মধ্যে সম্পর্ক ও যোগাযোগ নিয়ে আবর্তিত একটি বিষয়। তাই বলার পূর্বে শুনুন ,  মনোযোগ দিয়ে শুনুন। DiOD সোসাল মিডিয়া ব্যবহারের ৫টি গুরুত্বপূর্ণ বিষয়।
২।   অংশগ্রহন  করুন  :  সোসাল মিডিয়া হলো আলাপ - আলোচনা ও সম্পর্ক তৈরীর স্থান। একটি প্রচেষ্টা ও প্রয়াসের মিশেল রয়েছে এখানে। এমনি এমনি হয় না। ‌‌ শুধুই নিজের সম্পর্কে বলবেন না। প্রশ্ন করুন ,  উত্তর দিন ,  মন্তব্য করুন। উৎসাহিত করুন। DiOD সোসাল মিডিয়া ব্যবহারের ৫টি গুরুত্বপূর্ণ বিষয়।
৩।   নিয়ন্ত্রণ করবেন না  :  আলাপচারিতা কখনোই নিয়ন্ত্রন করা যায় না ,  এটির একটি প্রাকৃতিক গতি রয়েছে। আপনি যদি চান আপনার বার্তা ছড়িয়ে যাক। তাহলে ,  অন্যকে বিশ্বাস করুন। শুনুন ,  উৎসাহিত করুন  ,  অংশগ্রহন করুন ,  এগিয়ে যান। DiOD সোসাল মিডিয়া ব্যবহারের ৫টি গুরুত্বপূর্ণ বিষয়।
৪।   সত্যবাদী হোন  :  সোসাল মিডিয়া ব্যবহার করে আপনি সত্যকে বদলাতে পারবেন না ,  কখনোই না। আপনি ভুল প্রমাণিত হলে ,  আপনার গ্রহণযোগ্যতা থাকবে না। আপনি যাই বলুন না কেনো  -  নিশ্চিত হয়ে ,  সঠিক তথ্য পরিবেশন করুন।  DiOD সোসাল মিডিয়া ব্যবহারের ৫টি গুরুত্বপূর্ণ বিষয়।
৫।   সুদূর প্রসারী চিন্তা করুন  :  তা ৎক্ষনিক ফলাফল আশা করবেন না। বিশ্বাস স্থাপন করতে ও সম্পর্ক তৈরীতে সময় প্রয়োজন। DiOD সোসাল মিডিয়া ব্যবহারের ৫টি গুরুত্বপূর্ণ বিষয়।

Weitere ähnliche Inhalte

Andere mochten auch

ภาษาไทย
ภาษาไทยภาษาไทย
ภาษาไทยguestd57bc7
 
User2hackerin30minutes
User2hackerin30minutesUser2hackerin30minutes
User2hackerin30minutesma.khan
 
Media Funding and Sustainabilty
Media Funding and SustainabiltyMedia Funding and Sustainabilty
Media Funding and SustainabiltyLevi Kabwato
 
Digital Media: Myths & Realities
Digital Media: Myths & RealitiesDigital Media: Myths & Realities
Digital Media: Myths & RealitiesLevi Kabwato
 
Lenda de cabanas de viriato
Lenda de cabanas de viriatoLenda de cabanas de viriato
Lenda de cabanas de viriatoCristina Lares
 
تفعيل جمعيات أمهات وآباء وأولياء Diapo
تفعيل جمعيات أمهات وآباء وأولياء Diapoتفعيل جمعيات أمهات وآباء وأولياء Diapo
تفعيل جمعيات أمهات وآباء وأولياء Diapomouradugtm
 

Andere mochten auch (8)

Greenwich Presentation
Greenwich PresentationGreenwich Presentation
Greenwich Presentation
 
ภาษาไทย
ภาษาไทยภาษาไทย
ภาษาไทย
 
User2hackerin30minutes
User2hackerin30minutesUser2hackerin30minutes
User2hackerin30minutes
 
Media Funding and Sustainabilty
Media Funding and SustainabiltyMedia Funding and Sustainabilty
Media Funding and Sustainabilty
 
Digital Media: Myths & Realities
Digital Media: Myths & RealitiesDigital Media: Myths & Realities
Digital Media: Myths & Realities
 
Thai
ThaiThai
Thai
 
Lenda de cabanas de viriato
Lenda de cabanas de viriatoLenda de cabanas de viriato
Lenda de cabanas de viriato
 
تفعيل جمعيات أمهات وآباء وأولياء Diapo
تفعيل جمعيات أمهات وآباء وأولياء Diapoتفعيل جمعيات أمهات وآباء وأولياء Diapo
تفعيل جمعيات أمهات وآباء وأولياء Diapo
 

সোশাল মিডিয়া

  • 1. DiOD সোসাল মিডিয়া মাহে আলম খান
  • 2. সোসাল মিডিয়া কি ? বিভিন্ন টুল ( ক্যামেরা , মোবাইল , পিসি ) ব্যবহার করে , বিভিন্ন সাইটে ( ফেসবুক , টুইটার ) বিভিন্ন কনটেন্ট ( ছবি , ভিডিও , শব্দ , টেক্সট ) শেয়ার করা। DiOD
  • 5. DiOD আপনি অনলাইনে থাকা মানেই , আপনি কোন না কোন সোসাল মিডিয়া ব্যবহার করছেন।
  • 6. DiOD ৭৩ % ইন্টারনেট ব্যবহারকারী ব্লগ পড়েন।
  • 7. DiOD ৫৭ % ব্যবহারকারী ফেসবুক ব্যবহার করেন।
  • 8. DiOD ৫৫ % ব্যবহারকারী ফ্লিকারে ছবি আপলোড করেন।
  • 9. DiOD ২২ % ব্যবহারকারী ইউটিউবে ভিডিও আপলোড করেন।
  • 10. DiOD পূর্বের চারটি স্লাইডে দেখানো সংখ্যাগুলো Universal McCain Comparative Study এর সোসাল মিডিয়া এর উপর পরিচালিত মার্চ ২০০৮ এর পরিসংখ্যান।
  • 11. DiOD সোসাল মিডিয়া ব্যবহারের ৫টি গুরুত্বপূর্ণ বিষয়।
  • 12. ১। শুনুন : সোসাল মিডিয়া শুধুই আপনাকে ঘিরে নয়। পরস্পরের মধ্যে সম্পর্ক ও যোগাযোগ নিয়ে আবর্তিত একটি বিষয়। তাই বলার পূর্বে শুনুন , মনোযোগ দিয়ে শুনুন। DiOD সোসাল মিডিয়া ব্যবহারের ৫টি গুরুত্বপূর্ণ বিষয়।
  • 13. ২। অংশগ্রহন করুন : সোসাল মিডিয়া হলো আলাপ - আলোচনা ও সম্পর্ক তৈরীর স্থান। একটি প্রচেষ্টা ও প্রয়াসের মিশেল রয়েছে এখানে। এমনি এমনি হয় না। ‌‌ শুধুই নিজের সম্পর্কে বলবেন না। প্রশ্ন করুন , উত্তর দিন , মন্তব্য করুন। উৎসাহিত করুন। DiOD সোসাল মিডিয়া ব্যবহারের ৫টি গুরুত্বপূর্ণ বিষয়।
  • 14. ৩। নিয়ন্ত্রণ করবেন না : আলাপচারিতা কখনোই নিয়ন্ত্রন করা যায় না , এটির একটি প্রাকৃতিক গতি রয়েছে। আপনি যদি চান আপনার বার্তা ছড়িয়ে যাক। তাহলে , অন্যকে বিশ্বাস করুন। শুনুন , উৎসাহিত করুন , অংশগ্রহন করুন , এগিয়ে যান। DiOD সোসাল মিডিয়া ব্যবহারের ৫টি গুরুত্বপূর্ণ বিষয়।
  • 15. ৪। সত্যবাদী হোন : সোসাল মিডিয়া ব্যবহার করে আপনি সত্যকে বদলাতে পারবেন না , কখনোই না। আপনি ভুল প্রমাণিত হলে , আপনার গ্রহণযোগ্যতা থাকবে না। আপনি যাই বলুন না কেনো - নিশ্চিত হয়ে , সঠিক তথ্য পরিবেশন করুন। DiOD সোসাল মিডিয়া ব্যবহারের ৫টি গুরুত্বপূর্ণ বিষয়।
  • 16. ৫। সুদূর প্রসারী চিন্তা করুন : তা ৎক্ষনিক ফলাফল আশা করবেন না। বিশ্বাস স্থাপন করতে ও সম্পর্ক তৈরীতে সময় প্রয়োজন। DiOD সোসাল মিডিয়া ব্যবহারের ৫টি গুরুত্বপূর্ণ বিষয়।